Search

আমরা জানি যে আমাদের জগতে চারটা ডাইমেনশন। দৈর্ঘ, প্রস্থ, উচ্চতা এবং সময় । এর বাইরের সব কিছুর মান শুন্য ধরা হয়। বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ পাওয়া যায়। কেউ কেউ আর ডাইমেশন বের করেছেন। সব কি গ্রহনযোগ্য।

তো পৃথিবির বাইরে বা আমাদের বাইরের বিভিন্ন ডাইমেনশনের বিভিন্নরকম জগত রয়েছে, এগুলোকেই Parallel জগত বলা হয়।

যাই হোক এসব আমি একটু কম জানি। তাই বলে যে আগ্রহি না তা তো না। প্রচুর আগ্রহ আছে
আমার। সেজন্য ঠিক করলাম এই বিষয়টার উপরে কিছু মুভি দেখবো। এই বিষয়ে যতগুলো মুভি আছে তার নাম দিচ্ছি। ডাউনলোদ করে দেখে ফেলেন। ডাউনলোড লিঙ্ক লাগলে আমাকে কমেন্টে জানান।

Parallel জগত সম্নধে বিস্তারিত জানবেন এখান থেকে।


1. Logan's Run (1976) ( দেখি নাই )
2. Splash (1984) ( দেখি নাই )
3. The Purple Rose of Cairo (1985) ( দেখি নাই )
4. Journey to the Center of the Earth (1959)
@@ জুল ভার্নের কাহিনি। টিন আডভেঞ্চার। শুন্য গ্রোহে। অসাধারন ব্যাখ্যা। ভার্ন বলে কথা!!
5. Alice in Wonderland (1950)
ওয়াল্ট ডিজনি। এলিসের ভ্রমন। শুন্যের কাছাকাছি। আবহাওয়া বিষাক্ত। কৃত্তম কল্প। আলাদা থিওরি।
6. Alice in Wonderland (1951)
সামান্য কিছু পার্থক্য। বাকি সব ঠিক।
7. Julia and Julia (1987)( দেখি নাই )
8. Who Framed Roger Rabbit (1988)( দেখি নাই )
9. The Little Mermaid (1989)( মনে নাই )
10. Journey to the Center of the Earth (1988)
@@ জুল ভার্নের কাহিনি। টিন আডভেঞ্চার। শুন্য গ্রোহে। অসাধারন ব্যাখ্যা। ভার্ন বলে কথা!!
11. Cool World (1992) ( দেখি নাই )
12. Last Action Hero (1993) ( দেখি নাই )
13. Super Mario Bros. (1993) ( মনে নাই )
14. Jumanji (1995)
টিন আডভেঞ্চার। শুন্যে।
15. Blue Flame (1993)( দেখি নাই )
16. Magic in the Mirror: Fowl Play (1996)( দেখি নাই )
17. Crossworlds (1996)( দেখি নাই )
18. Mortal Kombat 2: Annihilation (1997)( দেখি নাই )
19. Dark City (1997)
শুন্যের কাছাকাছি, অসাধারন। শেষে টুইষ্ট আছে !!!
20. Twisted (1996)( দেখি নাই )
21. Last Lives (1998)( দেখি নাই )
22. The Thirteenth Floor (1999)( মনে নাই )
23. Alice in Wonderland (1999)( দেখি নাই )
24. Passion of Mind (2000)( দেখি নাই )
25. Lost in the Bermuda Triangle (1998)( দেখি নাই )
26. The 10th Kingdom (2000)( মনে নাই )
27. Me Myself I (1999)( মনে নাই )
28. The One (2001)
সাদাসিধে। শুন্যের ভার্চুয়াল কপির সাথে দন্দ।
29. Citizen Toxie: The Toxic Avenger 4 ( দেখি নাই )
30. Possible Loves (2000)( দেখি নাই )
31. Neil Gaiman's NeverWhere (1996)( দেখি নাই )
32. The Butterfly Effect (2004)
থিওরি আলাদা। দারুন।
33. MirrorMask (2005)( দেখি নাই )
34. Undermind (2003)( দেখি নাই )
35. Silent Hill (2006)
হরর আবার থিওরি। দেখার মতো।

2 মন্তব্য(সমূহ):

DarkSilence said...

choose some best one and give a review...it will help.
good post

Dip said...

Parallel !!!

Its Going to Top Of My Head,

Its So Hard To Make A Pure Review.

But Im Promise m Tring to my Best

Post a Comment