Search

এটাও মারভেলের এবং সুপারহিরো মুভি। মারভেল জাত চিনেছে। আয়রন ম্যানের পর এরকমের মুভি করা শুরু করেছে। যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি থোর দিয়ে।
থোর মুল চরিত্র। Asgard দেশের রাজপুত্র সে। সম্প্রতি তার রাজা হবার কথা। কিন্তু কিছু কর্মকান্ড এবং অতিরিক্ত বদ মেজাজের জন্য তার পিতা তাকে পৃথিবিকে নিক্ষেপ( একটি টাইম মেশিং বা ঐ টাইপের ট্রান্সফার যন্ত্র বাবস্থার মাধমে) করে। শাস্তি সরুপ তার প্রধান অস্ত্র বিশালাকার হামারটাকে অকেজ করে দেওয়া হয়। হামারটার সংস্পর্শ পৃথিবিতে এসে পেলেও সে সেটা কাজে লাগাতে পারেনা,। পৃথিবিতে তার আগমন বিজ্ঞানি সমাজে বেশ আলোড়োন তোলে। নায়িকা চরিত্রে অভিনয় করেছেন অস্কার বিজয়ী, আমার পছন্দের এবং সেরা অভিনেত্রি নাটালি পোর্টমান। তার মুখদিপ্ত দেখেই প্রশান্তি ।

যাই হোক, থোর এর পালক ভাইয়ের প্রড়োচনায় সে Asgard এ ফিরতে পারেনা, ফলাফলে থোর এর বন্ধুরা পৃথিবিতে আসে। শুরু হয় যুদ্ধ। ভালো ভার্সেস খারাপ। এভাবে চলবে, সাদাসিধে ভাব মুর্তি হলেও আকশন প্রিয়দের জন্য পারফেক্ট।
 

Pesrsonal Rating: 6.5

ভালোলাগাঃ 
@@@ Chris Hemsworth, Natalie Portman এর অভিনয়। আর কেমস্ট্রি।
@@ ভিজুয়াল ইফেক্ট। ২০১১ মনে হয়েছে।
@ দুটো একশন। কিন্তু জমিয়েছে।
 
খারাপ লাগাঃ
 
@@@ একশন আরো ২ টা বেশি দেওয়া যেত।
@@ পালক ভাইয়ের মৃত্যুটা ভালো লাগেনি।
@ ট্রান্সফারটাও মাথার উপর দিয়ে গেছে, কেউ বুঝলে আমাকে একটু জানাবেন।
 
ডাউনলোড লিঙ্কঃ  
Password: mediafire4u.com
 

0 মন্তব্য(সমূহ):

Post a Comment