Search

ইন্ডিয়ার প্রথম এবং সেরা সুপার হিরো মুভি।অচিরেই আসছে কিং খান শাহরুখের Ra one । এই মুভি যতটা আলোচনায় এর আগে কোনো মুভি ইন্ডীয়ায় এমন আলোচনায় এসেছে বলে মনে হয় না। যাই হোক আসুন দেখা যাক এই মুভি কি দিতে যাচ্ছে আমাদের। অসাধারন মুভির পোষ্টার টা একবার ভালো ভাবে খেয়াল করি। ঘটনা ধরতে পেরেছেন।


হ্যা হুবহু বাটম্যান বিগিন থেকে কাট। শুধু তাই নয় এই মুভি ট্রন লেগেছি,আয়রন ম্যান এবং ব্যাট্ম্যানের অদ্ভুর ঝালমুড়ি।

যাই হোক কিং খান বাটম্যান রুপি ক্রিশ্চিয়ান বেলকে প্রায় চালেঞ্জ করে চুলে স্পাইক করেছেন। যাতে করে বাট ম্যানের মুখোশের কানের সাথে যায়।

এই মুভির গান ইত্যিমধ্যে বেশ সাড়া ফেলেছে। বস্তি অঞ্চলে চাম্মাক চাল্লো নামের একটা গানতো প্রায় জাতীয় সংগিত হয়ে গেছে।

একটা গান ছিল বেশ ভালো লাগার মত।

"দিলদারা" গেয়েছেন ওস্তাদ আমানাত আলী।

এই গানটা ছিল বেশ ভালোলাগার মত।



                     
এই গানটাও কপি কাট।















যাই হোক মুভিতে বেশ কিছু দৃশ্য আছে যা অন্য মুভির থেকে হুবহু কাট করা।


মুভি রিলিজ করার পর ঝোপের বেড়াল বেড়োবে। তখন আপডেট করে দিব।


আরেকটা বোনাস দিয়ে দিলাম।


9 মন্তব্য(সমূহ):

A.r. Mohon said...

Loolzzzzz man......valo laglo.....:P:P:P:P

DarkSilence said...

"হুবহু বাটম্যান বিগিন থেকে কাট"। ... বুঝলাম না কোথায় হুবহু? একটু খুলে বলেন।

Dip said...

@ DarkSilence

অসাধারন মুভির পোষ্টার টা একবার ভালো ভাবে খেয়াল করি। ঘটনা ধরতে পেরেছেন।
হ্যা হুবহু বাটম্যান বিগিন থেকে কাট।

আমি পোষ্টারের কথা বলেছি।

এই মুভি বাত্ম্যান থেকে লজিক নিয়েছে।

আয়রন ম্যান থেকে কৃত্তিম হার্টের ব্যাপারটা।

ট্রন লেগেছি থেকে গেম থেকে পৃথিবিতে আসা।

তিনটা মুভির ঝাল্মুড়ি, তাই ধরতে পারছননা।

ভাললাগা থেকে দেখেছেন সেজন্য মনে হয় ধরতে পারছেননা।

সমালোচনার দৃষ্টিতে দেখেন তখন ঠিক বুঝতে পারবেন/

DarkSilence said...

ভাল লাগা থেকে দেখি নাই আবার সমালচনার দৃষ্টিতেও দেখি নাই। অনেক জায়গায় শুনছি যে এতা নকল মুভি। batman এর নকল। কিন্তু পেলাম না । যাই হোক সেটা খালি পোস্টার এর জন্য প্রযোজ্য।
আর বেশি সমালোচনার দৃষ্টিতে দেখলে মুভি দেখার মজাটা একটু নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে...

Anonymous said...

ভাই , নকল বা কপি বলতে কি বুজাই। শাহরুখ একটি দৃশ্য আসে যেটা batmen use হইসে শাহরুখ অটা আগের মুভি । তাহলে কি বলা যাই batmen নকল করা

Dip said...

এটা যদি প্রমানিত হয়, তবে তাই। ব্যাট ম্যান নকল।

হলিঊদের সমালোচনা আমি বেশি করি।

বলিঊডকে ছেড়ে কথা বলি।

ইদানিং ২,৪ টা করছি তাই কারো কাছে ভালো লাগছে না

Anonymous said...

2-4 ta krleo buje sune kora uchit.somolochona krte jodi valo lage tobe indian movie bangladeshe asche ata niye alochonar jhor tulen.bd te boshe hollywood somolochona krle ki lav? k sunbe? borong bangla cinema niye bolun kaje lagbe

Dip said...

Bangla Film Niyeo amar somalocona ace....

Ekta Jinis Somalocona korte gele Seta Nia bEs porasuna korte hoy.

jeta bangla filmer upore kora somvob na.

tachara procur film dekhte hoy.

bangla film dekhar sujog subidhao nei.

purono moviegulo ekhon paoai jay na.

ki r korbo bolen.

Anonymous said...

bhai faizlami ektu kom koren, veer zara er poster ta release year shoho age deikha tarpor apnar ai shob faltu bochon delai hoito, every super hero carried their girl in same way, dekhchen Veer Zara er poster?? akhn bolen na ken batman er poster veeer zarar nokol..

Post a Comment