Search

আগের পর্বে ইনফো নিয়ে মুভি ডাইরেক্ট ডাউনলোড , মিডিয়াফায়ার ডাউনলোড, মুভির রিপ, জোড়া দেওয়া, গুরুত্ত্বপুর্ন সাইট, সাবটাইটেল , মুভি দেখার প্লেয়ারের ব্যাপার ক্লিয়ার করেছি। এবারের পর্বে আমরা আলোচনা করবো টরেন্ট ডাউনলোড। এবং বিভিন্ন সাইট থেকে টরেন্ট ও নরমাল মুভি লিচিং।





টরেন্টঃ

সোজা কথায় টরেন্ট হচ্ছে ফাইল শেয়ারিং প্রোটোকল। সাধারণত আমরা যে ফাইলগুলো ডাউনলোড দেই সেগুলো কোন সার্ভারে আপলোড করা থাকে এবং সেখান থেকে ডাউনলোড হয়। কিন্তু টরেন্টের বেলায় ফাইলগুলো এক ইউজারের পিসি থেকে অন্য ইউজারের পিসিতে ট্রান্সফার হয়। সোজা কথায় আপনি যখন একটি ফাইল ডাউনলোড দেবেন, তখন তা অন্য কারো পিসি থেকে ডাউনলোড হবে এবং অন্য কেউ যখন সেই ফাইল ডাউনলোড দেবে তখন তা আপনার পিসি থেকে ডাউনলোড হবে। এ ধরনের নেটওয়ার্ককে বলা হয় P2P ফাইলে শেয়ারিং নেটওয়ার্ক। আর এ জন্য টরেন্ট নেটওয়ার্কে শেয়ার করা ফাইলগুলোকে অনেক ছোট ছোট ভাগে ভাগ করে ফেলা হয়। আপনি চাইলে আপনার ডাউনলোড শেষ হওয়ার পরও সেটি শেয়ারে দিয়ে রাখতে পারেন তখন সেটাকে বলা হয় সিড করা।

বিস্তারিত জানতে নাজিরুল হক এর এই পোষ্টটা দেখুনঃ

ওকে ? বোঝা গেল টরেন্ট কি জিনিষ। এবার কথা হলো টরেন্ট দিয়ে কিভাবে ডাউনলোড করবো ?

ডাউনলোড করা কিছুটা কঠিন। কিন্তু মানুষের কাজই হলো কঠিন জিনিষ নিয়ে মেতে থাকা। সেই কাজ করে দেওয়া আছে।

টরেন্ট ডাউনলোড করতে আপনাকে অবশ্যি আপনাকে একটা ক্লাইন্ট ব্যবহার করতে হবে। আই ডি এমের মত। সেটা ইউ টরেন্ট হতে পারে। বিট টরেন্টো হতে পারে।

আপনি কিভাবে নামাবেন। ইন্সটল দিবেন। কিভাবে সেট আপ করবেন। কি কি কনফিগারেশন করবেন। কিভাবে ব্যবহার করবেন সর্বোপরি কিভাবে ডাউনলোড করবেন।

জানার জন্য নূর-ই-আল-মামুন ভাইয়ের এই পোষ্টটা দেখুনঃ



কিভাবে টরেন্ট এর স্পিড বাড়ানো যায়।

এবার মাথায় নতুন টেনশন। মানুষ যত পায় তত চায়। এবার আসলো নতুন চাহিদা। আর এজন্য দেখুন এই পোষ্ট।


এই শেষ হলো টরেন্ট ব্যাবহার এবং ডাউনলোড পর্ব।

ভালো টরেন্ট সাইটের খোজ চাইলে আমি ব্যক্তিগতভাবে রেকমেন্ড করবো।

১। পাইরেটবে - এটাতে পাবেননা এমন কিছু নেই। আডাল্ট কন্টেন্টসহ সব কিছু।

২। এক্সট্রা টরেন্ট - খুব বড় টরেন্ট সাইট। রেয়ার কিছু মুভি পাবেন।

৩। আহা শেয়ার - এটা একটা এশিয়ান টরেন্ট সাইট। ফলে বাংলাদেশ থেকে তুলকামুলক বেশী স্পিড পাওয়া যায়।

ব্যাচ শেষ টরেন্ট পর্ব।

এবার আসি লিচিং এ--

লিচিং মানে হলো কোনো টরেন্ট বা অন্য কোনো মুভি ফাইল আলাদা একটা সারভারে আপলোড করে পরে ডাউনলোড।

লিচিং কেন করবো ? কি দরকার ?

টরেন্ট ডাউনলোড করতে গেলে আপনার যা দরকার তাহলো সিড।সিড মানে যার যার কম্পিঊটারে এই ডাটাটা আছে। যত বেশী সিড তত স্পিড ভালো পাবেন। এমন অনেক টরেন্ট থাকে যাতে সিড থাকে খুব কম। ধরুন খুব পুরোনো বা রেয়ার একটা মুভি। যা আপনার খুব প্রয়োজন কিন্তু পরিমিত সিডের অভাবে আপনি যোগ্য স্পিড পাচ্ছেননা। ফলে আপনি লিচিং করে এটা বেশী স্পীডে ডাউনলোড করতে পারবেন।

আর নরমাল ডাউনলোডে মিডিয়াফায়ার আর মেগা আপলোড ছাড়া আর কোনো সাইট রিজিউম দেয়না। ফলে ডাউনলোড করা অস্মভব হয়ে পরে। তাই আপনি যদি লিচিং করেন তাহলে আপনি রিজিউম পাবেন এবং স্পিড বেশি পাবেন।

কিভাবে লিচিং করা যায়ঃ

বিভিন্ন শেয়ারিং ফাইল থেকে লিচিং এর ব্যাপারে বিস্তারিত জানতে এই পোষ্টটা পড়ুনঃ


টরেন্ট ফাইল থেকে লিচিং এর ব্যাপারে বিস্তারিত জানতে এই পোষ্টটা পড়ুনঃ

2 মন্তব্য(সমূহ):

Anonymous said...

সাম্প্রতিক হিন্দি ছবি ডাউনলোডের জন্য কোন সাইটের নাম জানাতে পারেন?

Dip said...

sob theke valo jeta hobe Google serach korle..

karon kon site kokhon update hobe keu bolte parena.

tarporeo apni,

urgrove.com

ta dekhte paren

Post a Comment