Search

সেরা জুটির কথা উঠলেই উত্তম সুচিত্রার নাম যে কেউ আগে বলবে। কেন ? কারন মুভি দেখলেই বোঝা যায়। এত জোশ ক্যামেষ্ট্রি। সত্যিই রেয়ার !!!
ইদানিং উত্তম সুচিত্রার কিছু মুভি দেখা হয়েছে। একটা একটা করে সিবগুলো মুভির রিভিউ দিয়ে দিব। ডাউনলোড লিঙ্কসহ। ডাউনলোড লিঙ্ক নিয়ে চিন্তার কিছু নেই। আমার কাছে সব সংগ্রহ করা আছে। দরকার পরলে আপ্লোড করে দিব।
আজ আমাদের কথা হবে উত্তম-সুচিত্রার একটা মুভি যার নাম বিপাশা। নায়িকা ভিত্তিক মুভি হলেও নায়কের চরিত্রের গুরুত্ত্ব বেশি। পুরোনো মুভি দেখে যারা নাক কোচকান তাদের জন্য আমার কিছু সাজেশন আছে। সেই বিষয়েও আগামীতে লিখবো। যাই হোক কাহিনি হালকা জেনে নেই।




দিবেন্দু ( উত্তম কুমার ) ঘনঘটা চাকুরিজীবি। পাশাপাশি প্রতিভাবসত নাট্যরচনা এবং পরিচালনা করে থাকেন। বেশ সম্পত্তির মালিক তিনি। বাবার সুত্র থেকে।

আর বিপাশা একটা খ্রীষ্ট বোডীং কলেজে পড়ে। এতিম এবং জীবন যুদ্ধেবাজ।

ড্রামাতে পরিচয় তাদের। দেখা পরিচয়। ভালোবাসা। বিপাশার বিতৃষ্ণ অতীত। তাই সেই চায় সাহায্য, পাশের মানুষ, ভালোবাসা। যা তার থকে সর্বদা দূরে থেকেছে অথবা নিয়তি কেড়ে নিয়েছে।
ভালোবাসা যখন তীব্র রুপ নীল, তখন চলছে বিয়ের আয়োজন। ওদেরই। ভালোবাসার মিলন। আহা কি প্রশান্তি। কত আয়োজন, মানসিক, শারিরিক।

কিন্তু ঐ যে নিয়তি। বিয়ের সন্ধায় দিবেন্দু অনুপুস্থিত। কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। কই কই কই গেল সে ?
একতা চিঠি পেয়েই দিবেন্দু ছুট লাগিয়েছে। আর চিঠি প্রেরকের কাছে গিয়ে জানতে পারলো।

দিবেন্দু ???

সে তার বাবা মার প্রতারনার ফলাফল। অবৈধ। 

রাগে, দুখে , অভিমানে সে নেমে গেল রাস্তায়, উদ্দেশ্য তার মাকে খুজে বের করা।

আর এদিকে বিপাশাও দিবেন্দুকে খুজে ফিরছে,
হলো দেখা, করুন ড্রামা।

আর অপেক্ষার ক্লাইমাক্সের।

ওই সময় তার উপর বাংলা ফিল্মে এই টুইষ্ট সত্যি অসাধারন।এটা সেরকমের একটা মুভি। নায়কিয়তার ছীটে ফোটা নেই। অসাধারন সব লজিকে মুভি ভরপুর। টানটান সংলাপ পুরোটাতে সাহিত্যের একটা ষ্পষ্ট ছাপ পাওয়া যায়।

Personal Rating: 7.2

Personal Grade : A-

Personal Quote : ভালোবাসা বেশ অহংকারী।

ডাউনলোড লিঙ্কঃ


http://www.mediafire.com/download.php?euelzcookny
http://www.mediafire.com/download.php?gvikasyehw0 
http://www.mediafire.com/download.php?m1gsbo2x5rh
http://www.mediafire.com/download.php?zyzy44mk2gg
http://www.mediafire.com/download.php?ddkhkzo4dfb
http://www.mediafire.com/download.php?smmqmzmi9qd
http://www.mediafire.com/download.php?yzyi0wymldu
http://www.mediafire.com/download.php?mzmm4tlkckw
http://www.mediafire.com/download.php?bbcebzemjlp
http://www.mediafire.com/download.php?qddndxjsacm
http://www.mediafire.com/download.php?umpt9mhldly
http://www.mediafire.com/download.php?zm93my14xtg
http://www.mediafire.com/download.php?t5msbwmjxcc
http://www.mediafire.com/download.php?oizlymxvktl



0 মন্তব্য(সমূহ):

Post a Comment