Search

ইনশেপশন দেখেছেন???
খুব ভাবিয়েছে তাইনা ?

স্বাভাবিক !!
হ্যা এরকম কিছু মুভির নাম জানাবো আজকে যেগুলো সপ্নের উপর করা হয়েছে, সপ্নকে থিম ধরে নির্মান করা হয়েছে মুভিগুলো।
কিছু কিছু তুলনা করেছে বাস্তব আর সপ্নের।
কিছু কিছুতে বাস্তবকে সপ্নের রুপান্তর ব্যাখা দিয়েছে।
কিছু কিছু বাস্তবের সমাধান দিয়েছে মুভিতেই।

কোন আবার সপ্নের আলসেমিকে হরর হিসেবে উপস্থাপন করা হয়েছে। কোথাও আবার গুরুত্ত্ব অতিরিক্ত দেওয়া হয়েছে। বাস্তবতার আলক্ষে সৃষ্টি এই মুভিগুলোর নাম নিচে দেওয়া হলোঃ




@@@ Inception ( 2010 )
@@@ Dreamscape (1984)
@@@ Requiem for a Dream (2000)
@@@ Nightmare on Elm Street (1984)
@@@ 8 ½ (1963)
@@@ Abre Los Ojos (1997)
@@@ Wizard of Oz (1939)
@@@ Eternal Sunshine of the Spotless Mind (2004)
@@@ Un Chien Andalou (1929)
@@@ Waking Life (2001)
@@@ Akira Kurosawa's Dreams (1990)
@@@ Dream a Little Dream (1989)
@@@ Dream On (1990)
@@@ Videodrome (1983)
@@@ Jacob's Ladder (1990)
@@@ Altered States (1980)
@@@ Paprika (2006)
@@@ Time Bandits (1981)
@@@ The City of Lost Children (1995)
@@@ Open Your Eyes (1997)

Dear Reader  Rated This Post .

Like , Hate Or Expect More.

Its Help Another.

0 মন্তব্য(সমূহ):

Post a Comment