Search

About

Posted by Dip On 0 মন্তব্য(সমূহ)


আমি সিনেমা দেখি। প্রচুর সিনেমা দেখি। ভালো সিনেমা মানুষকে অনেক দেয়। কেউ কেউ মনে করে থাকেন সিনেমা দেখা মানে টাইম লস, কিন্তু কথাটা যে একেবারে মিথ্যে তার প্রমান আমি। সিনেমা মানুষকে অনেক শিখায়!-!মানবিকতা,সামাজিকতা,ধ্যান জ্ঞান ও মৌনতাকে বাড়িয়ে আমাদের সমৃদ্ধির পথে এগোতে সাহায্য করে। 

সারা দুনিয়া জুড়ে চলছে সিনেমা ব্যবসা। চলছে সিনেমা শিল্প। কোনটা রেখে কোনটা দেখি করতে করতে প্রায় ১৫০০ ইংরেজি আর বাংলা , হিন্দি , কোরিয়ান , তামিল , তেলেগু , ইন্দো , ডেন্মার্ক,ফ্রান্স,স্পেন,ইতালি,ইরানী ইত্যাদি দেশের বেশ মোট প্রায় ১০০০ মুভি দেখা হয়েছে। এখনো দেখি, তাদের নিয়ে লিখি। ছড়িয়ে ছিটিয়ে থাকা সেইসব লেখার সংকলন এই সিনঘর।

আমার প্রিয়দের একটা লিষ্ট এখানে অর্ন্তভুক্ত করেছি। সেটা একদম পরিপুর্ন নয়। অধিকাংশ চলচিত্রের নাম আমি মনে করতে পারছিনা। মনে এলেই যোগ করে দেওয়া হবে।

বাংলা ফিল্ম নিয়ে আমার বেশ পরিকল্পনা আছে। তার হাতেখরিটা আমি এই সিনেঘর থেকেই শুরু করতে চাই। উদ্দাম দেয় পাঠক। দিক আর না দিক। আমি ভিতর ভিতর একটা উদ্দাম লালন পালন করি। সেই উদ্দামতাই আমাকে সামনে এগিয়ে যেতে বাধ্য করে। সাথে থাকলে ভালো লাগে।

ধন্যবাদ সবাইকে

জুবায়েদ দ্বীপ

যোগাযোগঃ http://www.facebook.com/jubaead.dip

0 মন্তব্য(সমূহ):

Post a Comment