Search

আমার খুব মায়া লাগে অথবা বলা যায় আমি খুব আহত হই যখন দেখি কেউ হল প্রিন্ট, প্রি ডিভিডি প্রিন্ট কোন মুভি দেখছে।
এতে মুভিটাকে অপমান করা হয়, যে জিনিসটার নাম মোশন পিকচার, যে জিনিসটা তৈরী হয়েছে দেখানোর জন্য সেটা ওরকম প্রিন্ট কিভাবে দেখে মানুষ ?


আমি একবার ট্রাই করলাম। বিশ্বাস করুন এতে সিনেমার আবেদন কমে যায়। সিনেমার যে আসল চেহারাটা, সিনেমার যে ব্যক্তিক্ত সেটা নষ্ট হয়ে যায়। ঝকঝকা প্রিন্টের সিনেমাগুলোর মেজাজ অন্যরকম থাকে। প্রিন্ট যত ভালো হবে, ব্যক্তির মনযোগ তত কড়া হবে। তাতে সিনেমার সাথে মানুষের যোগাযগে সুবিধা হয়।

ভালো প্রিন্টের সিনেমা ব্যক্তির সাথে খুব জটিল কিন্তু আপন একটা যোগাযোগ তৈরী করে। সিনেমাকে ভালোবাসলে আপনার মনে হবে সিনেমার প্রান আছে। সিনেমা আপনার সাথে কথা বলবে, তথ্য আদান প্রদান করবে, স্টোরি শেয়ার করবে। সিনেমার নিজস্ব কালচার আছে, ভাষা আছে- সেটা যেরকম সিনেমাই হোক, প্রতিটা সিনেমার মধ্যেই থাকে কিছু সিক্রেট- ভালো প্রিন্টের সিনেমা আপনার কাছে সেই সিক্রেট শেয়ার করবে।
নোংরা প্রিটের একটা সিনেমাকে আসলে সিনেমাই বলা যায় না। যেখানে সিনেমা তার প্রধান বৈশিষ্ট্য হারায় সেখানে তার পরিচয় নিয়ে সংশয় উঠবেই।
ভালো প্রিন্ট বেড়লে আবার দেখব০
মনে হয়না তাতেও সিনেমার আসল পরিচয় পাবেন।
আর যাই বলেন, কথাতো সত্যি যে
ফাষ্ট ইম্প্রেশান লাষ্ট ফরেভার

0 মন্তব্য(সমূহ):

Post a Comment