Search

ড্রামা মানে হলো বাস্তবসম্মত নাটক । অর্থাৎ অভিনয়ের ছলে বাস্তবতাকে ফুটিয়ে তোলাকেই ড্রামা বলে। সাধারনত নাট্যমঞ্চের অভিনয়কেই ড্রামা বলা হয়। কিন্তু ফিল্ম জেনারের একটা টার্মও হলো ড্রামা। যার সংগা অনেকটা এক আবার ভিন্ন।


সাধারনত ড্রামা ফিল্ম বলতে বাস্তব,বিশ্বাসযোগ্য গল্প যাতে রয়েছে আবেগের ছড়াছড়ি আর নান প্রশ্নের উত্তর, যাতে রয়েছে জীবনের নানা দিক, শিক্ষা। সংস্কৃতি আর কিছু মনকাড়া সংলাপ যা সাধারনত আমরা বলে থাকি এবং শুনে থাকি প্রতিনিয়ত।


আমার সব থেকে পছন্দের জেনার হলো ড্রামা। আজ সকালে হিসেব করে দেখলাম আমার প্রায় দুই শতাধিকের উপরে ড্রামা ফিল্ম দেখা হয়েছে। ৭০ % ড্রামা ফিল্ম আমার কাছে ভালো লেগেছে। ভাবলাম এই ভালো লাগাটা শেয়ার করি।


ড্রামা ফিল্ম আমাকে কাদায়, হাসায় , ভাবায়। কিছু কিছু মুভি আছে যা দেখে ধারনা বদলে গেছে মুভি কি জিনিষ। মুভি যে জীবনধারনের একটা পন্থা হতে পারে, মুভি নিয়েও যে ভবিষত গড়া যেতে পারে সে চিন্তা মাথায় ড্রামা ফিল্মে থেকেই এসেছে।

ড্রামা আলচনা করবে তাই যা সমাজ ভেবেছে কিন্তু এখন ক্ষ্যন্ত দিয়েছে। ড্রামা দিবে সমাধান করবে প্রশ্ন ।

ড্রামা ফিল্ম বানাতে গেলে মেধাবী হতে হবে এটা নিশ্চিত। ড্রামা মানেই একটা প্রশ্ন একটা উত্তর। কোনো কিছুই অজানা থাকবে না ড্রামাতে । সুনিপুন সমাধান দেওয়া হবে আপনাকে।
ড্রামা মুভি বানাতে নিজের অভিজ্ঞতা খুব দরকার। তাই অনেক পরিচালক চেষ্টা করেছেন একটা করে ড্রামা বানাতে। বানিয়েছেন কিন্তু সবাই সফল হননি। কেউ কেউ উঠে গেছে ড্রামা ফিল্মের গুরুর আসনে।

আমার দেখা সেরা ড্রামা ফিল্ম ডিরেক্টর এবং তাদের সৃষ্টিঃ

Steven Spielberg-
আর কেউ স্বীকার করুক আর না করুন আমি তাকে গুরু মানি। তার অমর সৃর্ষ্টি ড্রামা হলো-
1. E.T. the Extra-Terrestrial (1982)
2. Saving Private Ryan (1998)
3. Schindler's List (1993)
4. Close Encounters of the Third Kind (1977)

Stanley Kubrick-
এই ভদ্রলোক জীবন ও সমাজের ব্যাখ্যাটা একটু অন্নভাবে দিয়েছে। যে ব্যাখ্যা কেউ ফেলে দিতে পারেনি আবার গিলতেও পারেনি। তার কাজ হলো-
1. Clockwork Orange, A (1971)
2. Paths of Glory (1958)
3. Spartacus (1960)
4. Dr. Strangelove

Martin Scorsese-
আমার সব থেকে প্রিয় পরিচালক। তিনি খুজে ফিরেছেন একটা শেষ। রাস্তার মোড়ে, ক্রাইমে, ভোরের আলোয়, লাম্পপোষ্টে কোথাও শেষ না পেয়ে আর সবার মতই শেষ পেয়েছেন মৃত্যুতে।
1. Taxi Driver (1976)
2. Goodfellas (1990)
3. Raging Bull (1980)
4. The Departed (2006)

Paul Thomas Anderson-
তার সময় এখনো আছে। তার থেকে আসবে আরো অনেক কিছু। অনেক অনেক। সে আশা যে তার উপর করা যায় তা সে কাজ গত কাজ দিয়েই বুঝিয়েছে।
1. Magnolia (1999)
2. There Will Be Blood (2007)
3. Boogie Nights (1997)
4. Punch-Drunk Love (2002)

Joel Coen-
এই লোকও কখনো কোনো অর্থ পাননি। কিন্তু তার ভাবনাগুলো সুদুরপ্রসারি। কাছে থেকে দূরে ভাবতে ভালোবাসেন। ব্যাখ্যাটা বা ঊত্তর বড় কথা না মুভির মাধ্যমে তার করা প্রশ্নগুলো বেশ।
1. No Country for Old Men (2007)
2. Serious Man, A (2009)
3. Fargo (1996)
4. Barton Fink (1991)

Roman Polanski-
জীবনের ধাপে ধাপে তিনি বার্থ হয়েছেন। বাধা পরেছেন অনেকখানে । আর তার মুভিতে ফুটে উঠেছে তার বেদনা।
1. Chinatown (1974)
2. Repulsion (1965)
3. Pianist, The (2002)
4. Cul-de-sac (1966)

উপরের উল্লেখিত পরিচালকদের সব মুভি আমি দেখিনি। যেগুলোই দেখেছি সেগুলোই দিলাম। হয়তো এর থেকে সেরা ড্রামা হতে পারে। কিন্তু যেহেতু রেকমেন্ড নিয়েই মুভিগুলো দেখেছি সেহেতু সন্দেহ থাকার কথা না।

আমার পছন্দের কিছু ড্রামা ফিল্মঃ
এখানে উল্লেখিত প্রটিতি মুভি মাষ্ট সি ঃ

Forrest Gump-
এটা আমার দেখা সেরা ড্রামা। জীবনের একটা পরিষ্কার প্রতিচ্ছবি আকা হয়েছে এখানে।

The Shawshank Redemption-
একটা জেলখানা। আর তার ভিতরে বন্ধিদের জীবন যাপন। ক্ষতবিক্ষত সময়। সব কিছুই সুনিপন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে।

The Green Mile-
গ্রাম্য ড্রামা । অসাধারন আবেগে পরিপুর্ন।

The Tree of Life-
বাবা সন্তানের সম্পর্ক। একেবারে নিজের মনে হলো। প্রটিতি আবেগ ধরা হয়েছে জাল দিয়ে।, কোনো মিশিং নেই কোনো বেশিও নেই।

Taxi Driver -
রাতের আধারের কার্যাবলি। লাম্পোষ্ট আর নিস্তবতায় খোজা একটা অর্থ। যার শেষ মৃত্যুতে এবং শান্তিতে।

One Flew Over the Cuckoo's Nest -
পাগলাগারদের উপরে। এত সহজ করে মনে হয় আর কেউ দেখাতে পারবেনা। মুভি না উপন্যাস বুঝতেই পারবেন না।

A Clockwork Orange -
অপরাধির চোখে জীবনের সঙ্গা । অনুপ্রানিত না হলে রিস্ক আমার। জীবনের এত বড় প্রভাবে এটার জুড়ি নেই।

Cinema Paradiso -
সিনেমার হলের কাহিনি। এক বাচ্চা আরেক যুবকের বন্ধুতের জয় গান। আবেগ , প্রাথনা। সব পাবেন। অস্মভব সুন্দর একটা ফরিজিন ড্রামা।

3-Iron
অসাধারন একটা ফরেন। পরিচালক Ki-duk Kim। জীবনের প্রচ্ছদ একেছেন বেশ ভালোই। কতটা অর্থহিন আর কতটা আবেগি হতে পারে মানুষ।

Schindler's List -
২য় বিশ্ব যুদ্ধের উপর নির্মিত একটি জোশ ড্রামা। পরিবর্তনের হাওয়া এখানে তুলে ধরা হয়েছে। হয়েছে ত্যাগ ।

The Others -
একটা পারিবারিক ড্রামা। স্বামীহিন মা এবং সন্তানের ণিয়ে ড্রামা। শেষে একটা অসাধারন ব্যাখ্যা, মেসেজটা খুব ভালো লেগেছে।

Changeling-
সন্তান হারানো মায়ের জীবন যাপন । টেনশন সব মিলিয়ে একটা অসাধারন ড্রামা।

Apocalypto-
মায়ানদের উপরে নির্মিত সব থেকে বিখ্যাত মুভি মনে হয় এটিও তাদের জীবন যাপন তাদের বেচে থাকা। দুখ কষ্ট সব কিছুর একটা পরিষ্কার প্রতিফলন।

Australia-
ওয়েষ্টটার্ন ড্রামা। রান্সিং এবং প্রেম। অসাধারন লেগেছে। পশ্চিমের বেচে থাকা আসলেই অন্যরকম।

যাই হোক আজ এপর্যন্তই। কারো কাছে যদি আরো ভালো কোনো ড্রামার খোজ থাকে আমাকে জানাতে ভুলবেননা।

3 মন্তব্য(সমূহ):

Rafiqunnabi Nayan said...
This comment has been removed by the author.
Rafiqunnabi Nayan said...

আপনার পছন্দের সাথে আমার পছন্দের দেখি কঠিন মিল। এই লিস্টের অনেক গুলো দেখিনি। আশা করি দেখে ফেলব। আপনাকে অনেক ধন্যবাদ

Dip said...

ধন্যবাদ আপনাকেও।

দেখে ফেলবেন।

আর জানাতে ভুলবেন না।

Post a Comment