
স্পেলবার্গের
মুভি। তার উপর আমার পছন্দের আনিমেশন। তাও
আবার থ্রিলার। বোঝাই যায়, এটা কতটা আকর্ষনিয়। আমার
কাছে অনেক ভালো লেগেছে। যদিও টিন টিন আমার আগে পড়া ছিলনা। যতদুর শুনি টিনটিনের বেশ কয়েকটা বই থেকে একটা পুর্নাঙ গল্প
তৈরী করা হয়েছে। ইফেক্ট খুব ভালো লেগেছে। সাস্পেন্সও
জমজমাট ছিল। টিনটিন মেলা থেকে একটা জাহাজ কিনে। খেলনা
জাহাজ। কিন্তু ওই জাহাজে লুকানো থাকে গুপ্তধনের কোড। এতদিনে সে খবর ডাকাত দল পেয়ে গিয়েছে। তাই
তারা
টিনটিনের থেকে জাহাজ চুরি করলো।
কিন্তু
সে জাহাজ ফাকা, কারন সেই জাহাজ থেকেই আগেই গুপ্তধন হারিয়ে গেছে। তাও আবার টিনটিনের বাসায়। টিনটিন
আবার তা খুজেও পেল। আর খুজে পেয়েই জরিয়ে গেল ঝামেলায়। একের
পর এক রহস্য বাড়ছে আর জট খুলছে। জন্ম হচ্ছে নতুন নতুন ঘটনার আর সৃষ্টি
হচ্ছে সাস্পেন্স। আর আমি মুভি দেখতে দেখতে কখন যেন টিনটিনের
আডভেঞ্চারের ফ্যান হয়ে গেলাম।
My Rating: 4.6(05)
কিছুদিন আগের একটা
কাহিনিঃ
রাস্তা দিয়ে
যাচ্ছিলাম। দেখি ছোট দুটো ছেলে মারামারি করছে। ৬ কি ৭ এর বছর এর বেশি না।
মারামারির এক পর্যায়ে একটা ছেলের পরিবার পক্ষ সেখানে উপস্থিত। ২য় ছেলেটার খাল খিছে
দিল। ঐটুকু ছোট বাচ্চাটাকে যে গালিগুলো শোনালো তা বলার মতো ক্ষমতা আমার
নেই। যাহোক, নাটকিয়ভাবে গালাগালি ও তর্ক বির্তক এগিয়ে যাচ্ছে। ছোট
ছেলেটা একাই পুরো পরিবারের সাথে তর্ক করছে। একটা সময়ে ২য় ছেলেটার পরিবার উপস্থিত।
বাবা ও মা। বাবা যেন কি বললো ১ম ছেলেটার পরিবারকে উদ্দেস্য করে। ঐ পরিবার থেকে
একজন ছুটে এসে বাবাকে লাথি মারলো। ছো্ট ছেলেটা, যে তর্ক করছিল, সে তখন বড় একটা ইট তুলে বিপরিত পক্ষকে ছুড়ে মারলো। আর
সামনে এগিয়ে গেল লাথি মারবে বলে। আমি এতক্ষন নিরব দর্শক হিসাবে সব দেখছিলাম। ঐটুকূ
ছেলের সাহস দেখে আমার মাথায় বাজ। তারপর ঠেকানোর চেষ্টা করলাম। অনেক কষ্টে কাজটা
করা সম্ভব হলো।
পরে বুঝতে পারলাম
আসলে সাহস না প্রতিশোধ স্পৃহা মানুষকে অমানুষ করে দেয়।
যাহোক কাহিনিটা কেন বললাম? মুভিটি দেখতে দেখতে এই কাহিনিটা বেশ মনে পড়ছিল।
মুভির কাহিনি কিছুটা বলি।
একজন মানুষকে
অকারনে ১৫ বছর আমানুষিক নির্যাতনের মাঝে বন্দি করে রাখা হয়। সে জানেনা কি কারনে
তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। একটু একটু করে এই বৃথা শাস্তি তাকে সাইকোতে
রুপান্তরিত করে।
ভাবতে থাকে কি
অপরাধ করেছে সে যাতে তাকে এত শাস্তি ভোগ করতে হচ্ছে। এক পর্যায়ে সে লিখতে শুরু করে
কার কার সাথে সে খারাপ ব্যবহার করেছে কিন্তু কোনো সমাধান পায়না। যাই করেছে তার
বিনিময়ে এত শাস্তি হওয়া স্বাভাবিক না।
যাহোক একসময়ে সে
ছাড়া পায়। নতুন করে দেখে পৃথিবিকে। হারিয়ে যাওয়া সপ্ন খুজে বেড়ায় সে। মনে
প্রতিশোধের আগুন। প্রতিশোধ কতটা করুন হতে পারে তা দেখে গা শির শির করবে।
কোরিয়ান কিছু কিছু মুভি বেশ দাগ ফেলে । এটা তেমন একটা মুভি। কিন্তু কিছুদুর গিয়ে মুভিটা তাল হারিয়ে ফেলবে। স্তব্দ হয়ে যাবেন নিশ্চিত। যেহেতু কোরিয়ান ভাষা, সাবটাইটেল বোঝার জন্য বারবার পজ করতে হবে।
কোরিয়ান কিছু কিছু মুভি বেশ দাগ ফেলে । এটা তেমন একটা মুভি। কিন্তু কিছুদুর গিয়ে মুভিটা তাল হারিয়ে ফেলবে। স্তব্দ হয়ে যাবেন নিশ্চিত। যেহেতু কোরিয়ান ভাষা, সাবটাইটেল বোঝার জন্য বারবার পজ করতে হবে।
যাহোক রেডি থাকবেন
শেষে একটা বিশাল ধাক্কা খেতে হবে নিশ্চিত। কেন যেন খুব রেগে যাবেন। আপনার এই রাগ
প্রমান করবে আপনি মুভিটির কতটা ভিতরে ঢুকতে পেরেছেন। যাহোক এই মুভি দেখে ১ সপ্তাহ
আপনার মাথা হ্যাং থাকবে নিশ্চিত। আপনার চিন্তা ভাবনাকে গ্রাস করবে। স্বাভাবিক।
আমার দেখা সেরা মুভির একটি।
আই এম ডিবি এটাকে
রেটিং দিয়েছে ৮'৪
অস্কারের সেরা মুভি,সেরা অভিনেতা, অভিনেত্রি , সেরা কাহিনি,সেরা ভিজুয়াল ইফেক্ট ,এনিমেশন আর ফরেন মুভির লিঙ্ক নিয়ে সাজানো হলো এই ব্লগ।
অস্কারের রেজাল্ট দেখার জন্য এই লিঙ্কে যানঃ
The Artist (2011) BluRay 720p 600MB
http://mediahide.com/?cDI5bGNjMndob25kc2553
http://mediahide.com/?bjVqY2pmZmN5bmp1dW022
http://mediahide.com/?M2NhbDQ0aTQ1YXQ0Ymlv9
অস্কারের রেজাল্ট দেখার জন্য এই লিঙ্কে যানঃ
The Artist (2011) BluRay 720p 600MB
http://mediahide.com/?cDI5bGNjMndob25kc2553
http://mediahide.com/?bjVqY2pmZmN5bmp1dW022
http://mediahide.com/?M2NhbDQ0aTQ1YXQ0Ymlv9
My Rating: 4.6 (05)
আবার একটা ঝাক্কি ফিল্ম। মানে টুইষ্ট এন্ডিং আর কি। কানের নিচে থাবা খেতে ভালো লাগে তার প্রমান এসব ফিল্ম প্রেম। গিন্টিস ব্রাড পিট আর বাপজান মরগ্যান। সুপার মুভি। সপ্তপাপের আইডিয়াটা যদিও হাসান ভাই বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু আগে থেকে এরকমই ভেবেছিলাম। আইডিয়াটা জোশ হইছে। থ্রিলার মুভি। দুই গোয়েন্দা সল্ভ করে একটা কেসের। সিরিয়াল কিলারের। যারা নতুন এই মুভির সামুতে সার্চ দিয়েছেন, আর এই লিঙ্ক পেয়েছেন, তাদের বলছি এই মুভি দেখার জন্য কোনো রিভিউ পড়ার দরকার নেই। জাষ্ট প্লে করুন। বুঝতে কোনো সমস্যা হবে না। কিন্তু লাষ্টেরর ১০ মিনিট বার বার দেখবেন আশা করি।কেভিনের উপসস্থিতি ফিল্মটাকে আরও জোরালোভাবে উপস্থাপন করেছে। তারকাবহুল এই ফিল্ম থেকে ইতিমধ্যে নিশ্চয়ই অনেক আশা ব্যক্ত করে ফেলেছেন। গারান্টি আমার দেখতে বসে যান, শতভাগ উসুল হতে যাচ্ছে।
My Rating: 4.1 (05)
সেই রকমের প্রকৃতিপ্রদত্ত ফিল্ম। পরিবারের উপরে রাগ করে ঘর ছাড়লে। ভাগলে জঙ্গলে, বন্ধু হলো প্রেম হলো, বিভিতস জগত দেখা হলো। হাজার হাজার জানা হলো, করুনে মরা হলো। পেলেটাকি ?
শান্তি ? প্রশান্তি ? আক্ষেপ ? ক্ষমা ? অভিশাপ?
তাহলে, কি , কি কি ? পেলে কি ?
অনন্য সুন্দর একটা মুভি। এক কথায় এর প্রকাশ সম্ভব না।
শান্তি ? প্রশান্তি ? আক্ষেপ ? ক্ষমা ? অভিশাপ?
তাহলে, কি , কি কি ? পেলে কি ?
অনন্য সুন্দর একটা মুভি। এক কথায় এর প্রকাশ সম্ভব না।
ইদানিং আমি জাপানিজ আনিমেগুলোর বেশ ফ্যান হয়ে গেছি। তাই এ বিষয়ে যাকিছু জানলাম শেয়ার করলাম। এবং জাপানের সবথেকে বিনোদনমুলক সাইটের করা সেরা ১০০ এর চার্ট শেয়ার করলাম। তথ্যসকল উইকি এবং ওই সাইট থেকে নেওয়া।
জাপানি:アニメ (আনিমে।)
ইংরেজিভাষায়ঃ Anime (অ্যানিমেই )
বাংলা ভাষায়ঃ এনিমে।
সাধারণভাবে জাপানি আনিমশন চিত্রকেই আনিমে বলা হয়। কেননা এর বিকাশের লক্ষে এরাই। জাপান প্রথম আবিষ্কার থেকে শুরু করে যতপ্রকার উন্নতি সকল করেছে। এর দাবীদার নিশ্চিন্তে তারাই। এটাকে জাপানে মাঙ্গাও(কমিক) বলা হয় ।
জাপানের বাইরে পৃথিবীর অন্যান্য দেশে আনিমে বলতে জাপানে নির্মিত আনিমেশনকেই বোঝায়। তবে পাশ্চাত্য দৃষ্টিভঙ্গিতে আনিমে কিছটা অন্যরকম। ফলে সাধারনত আমরা আনিমে বলতে যা বুঝি, সেই সঙ্গায় সব জাপানি আনিমেশনই আনিমে হিসেবে আখ্যায়িত হতে পারে না। এক কথায় আনিমেকে আনিমেশনের একটি উপসেট ধরে নেয়া যেতে পারে।
জাপানি:アニメ (আনিমে।)
ইংরেজিভাষায়ঃ Anime (অ্যানিমেই )
বাংলা ভাষায়ঃ এনিমে।
সাধারণভাবে জাপানি আনিমশন চিত্রকেই আনিমে বলা হয়। কেননা এর বিকাশের লক্ষে এরাই। জাপান প্রথম আবিষ্কার থেকে শুরু করে যতপ্রকার উন্নতি সকল করেছে। এর দাবীদার নিশ্চিন্তে তারাই। এটাকে জাপানে মাঙ্গাও(কমিক) বলা হয় ।
জাপানের বাইরে পৃথিবীর অন্যান্য দেশে আনিমে বলতে জাপানে নির্মিত আনিমেশনকেই বোঝায়। তবে পাশ্চাত্য দৃষ্টিভঙ্গিতে আনিমে কিছটা অন্যরকম। ফলে সাধারনত আমরা আনিমে বলতে যা বুঝি, সেই সঙ্গায় সব জাপানি আনিমেশনই আনিমে হিসেবে আখ্যায়িত হতে পারে না। এক কথায় আনিমেকে আনিমেশনের একটি উপসেট ধরে নেয়া যেতে পারে।

আরেকটা কোপা মুভি। পরিচালনা করেছেন David Lean । T.E. Lawrence এর লেখনির উপরে ভিত্তি করী গল্প দাড় করানো হয়েছে। যতদুর জানা যায় সম্পুর্ন ব্যস্তব কাহিনির ভিত্তিতেই এটা তৈরী হয়েছে। আর অভিনয় করেছেন Peter O'Toole । একঝাক পাখির উড়ে যাবার মত প্রানবন্ত অভিনয় ছিল তার।
এপিক মুভির উপরে আমার বেশ দুর্বলতা আছে। যেমন কোপাকুপি ভেবেছিলাম সেরকমের একদমই না ফিল্মটা। আডভেঞ্চার ড্রামা বললে সুন্দর যায়। ওই আরব ও ততকালিন সমাজকে একটু চেখে দেখালেন পরিচালক। বিস্তারিতে যাবনা কথা বাড়বে, একটু একটু বলি, তাহলো প্রচুর ভিউ থেকে মুভিটি দেখা যায়।
My Rating: 4.2(05)
জার্মানি মুভি। পারফিউমের পরিচালক। অসাধারন সুন্দর করে নির্মান করেছেন। আইডিয়াটা কঠিন। হালের সোর্চ কোড মুভিটার আইডিয়া এটা থেকে কাট করা। হুবহু কপি না। আইডিয়াটা নেওয়া। মানেতো, বুঝতেই পারছেন।
৮০ মিনিটের মুভি ১০ মিনিট শেষ হলো। মুগ্ধ হয়ে মুভিটা দেখছিলাম। হঠাত করেই শেষ। ১০ মিনিট টাইম নিয়ে ভাবলাম । কি দেখলাম।
আসলে ঘটনাটা কি !!
ঘটনা তেমন কিছুই না একদম সাদাসিধে। তাই বলে আর মজা নষ্ট করছি না। সোজা বসতে যান। তখনই বুঝবেন কি থেকে কি দেখলেন।
My Rating: 3.8(05)
অনেকে রোমান্টিক কমেডি দেখে। আমার আবার পছন্দ না। রোমান্টিক ড্রামা আমার কাছে বেশী ভালো লাগে। আমার মনে হয় দুনিয়ায় যত রোমান্টিক ড্রামা আছে তার ভিতরে এই মুভিটা এক নম্বর। অসাধারন একটা মুভি। যারা প্রেমে পরেছিলেন, পড়বেন বলে ভাবছেন, পরে হাবুডুবু খাচ্ছেন তা্রা এই ফিল্ম মিস করবেন না। করা উচিত হবে না। আমার দেখা সেরা রোমান্টিক। আহা, ভালোবাসা কত সুন্দর।কোরিয়ান মুভি। ভাষাগত সমস্যা। সাবটাইটেলে প্রান ভরেনা। পরতে গেলে সিন মিস, সিন দেখতে গেলে সাটা মিস।
অনেকে রোমান্টিক কমেডি দেখে। আমার আবার পছন্দ না। রোমান্টিক ড্রামা আমার কাছে বেশী ভালো লাগে। আমার মনে হয় দুনিয়ায় যত রোমান্টিক ড্রামা আছে তার ভিতরে এই মুভিটা এক নম্বর। অসাধারন একটা মুভি। যারা প্রেমে পরেছিলেন, পড়বেন বলে ভাবছেন, পরে হাবুডুবু খাচ্ছেন তা্রা এই ফিল্ম মিস করবেন না। করা উচিত হবে না। আমার দেখা সেরা রোমান্টিক। আহা, ভালোবাসা কত সুন্দর।কোরিয়ান মুভি। ভাষাগত সমস্যা। সাবটাইটেলে প্রান ভরেনা। পরতে গেলে সিন মিস, সিন দেখতে গেলে সাটা মিস।
My Rating: 3.0(05)
লিয়াম নিসনর মুভি,টেকেন। ২০০৮ সালে রিলিজ করেই বক্স অফিসে একটা তাক লাগিয়ে দেয়। পাশাপাশি সমালোচকদেরও। রিভেঞ্জ নিয়ে ফিল্মের কাহিনি। বালপাকনা মেয়ে কিডন্যাপ আর তাকে উদ্ধার করা নিয়ে ফিল্ম। সেপারেশন এবং অন্য স্বামির হাতে তুলে দিয়েছেন নিজের স্ত্রিকে একটা বিচ্ছেদে। কিন্তু নিজের মেয়ে,রক্ত কি ভোলা যায়। থেকে যায় টান ভালোবাসার।
মুভিতে বেশ চাঞ্চল্য ছিল। উত্তেজনাও ছিল। আর ছিল হলিঊডি থ্রিলিং মিউজিকের সাথে সাথে নৃত্যরত একশ্যন। খুব অল্পতেই সময় গিয়েছে। ধারি মুভি। চেনা জানা পল্ট। কিন্তু নতুনত্ত আছে।যারা সাধারনত প্রতিশোধ একশন টাইপ ফিল্ম পছন্দ করেন তাদের জন্য মাষ্ট সি। অন্যরা সময় পেলে দেখে নিবেন।