
আরেকটা কোপা মুভি। পরিচালনা করেছেন David Lean । T.E. Lawrence এর লেখনির উপরে ভিত্তি করী গল্প দাড় করানো হয়েছে। যতদুর জানা যায় সম্পুর্ন ব্যস্তব কাহিনির ভিত্তিতেই এটা তৈরী হয়েছে। আর অভিনয় করেছেন Peter O'Toole । একঝাক পাখির উড়ে যাবার মত প্রানবন্ত অভিনয় ছিল তার।
এপিক মুভির উপরে আমার বেশ দুর্বলতা আছে। যেমন কোপাকুপি ভেবেছিলাম সেরকমের একদমই না ফিল্মটা। আডভেঞ্চার ড্রামা বললে সুন্দর যায়। ওই আরব ও ততকালিন সমাজকে একটু চেখে দেখালেন পরিচালক। বিস্তারিতে যাবনা কথা বাড়বে, একটু একটু বলি, তাহলো প্রচুর ভিউ থেকে মুভিটি দেখা যায়।
তাই সাবধান থাকবেন। Lawrance এর ভিউ থেকে মুভিটা দেখলেও নিজেরও কিন্তু একটা ভিউ বের হবে। বলি, আপন করে নিন। স্বাধিন ভাবে ভাবুন। একটু পড়াশুনাও করে নিতে পারেন।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment