
স্পেলবার্গের
মুভি। তার উপর আমার পছন্দের আনিমেশন। তাও
আবার থ্রিলার। বোঝাই যায়, এটা কতটা আকর্ষনিয়। আমার
কাছে অনেক ভালো লেগেছে। যদিও টিন টিন আমার আগে পড়া ছিলনা। যতদুর শুনি টিনটিনের বেশ কয়েকটা বই থেকে একটা পুর্নাঙ গল্প
তৈরী করা হয়েছে। ইফেক্ট খুব ভালো লেগেছে। সাস্পেন্সও
জমজমাট ছিল। টিনটিন মেলা থেকে একটা জাহাজ কিনে। খেলনা
জাহাজ। কিন্তু ওই জাহাজে লুকানো থাকে গুপ্তধনের কোড। এতদিনে সে খবর ডাকাত দল পেয়ে গিয়েছে। তাই
তারা
টিনটিনের থেকে জাহাজ চুরি করলো।
কিন্তু
সে জাহাজ ফাকা, কারন সেই জাহাজ থেকেই আগেই গুপ্তধন হারিয়ে গেছে। তাও আবার টিনটিনের বাসায়। টিনটিন
আবার তা খুজেও পেল। আর খুজে পেয়েই জরিয়ে গেল ঝামেলায়। একের
পর এক রহস্য বাড়ছে আর জট খুলছে। জন্ম হচ্ছে নতুন নতুন ঘটনার আর সৃষ্টি
হচ্ছে সাস্পেন্স। আর আমি মুভি দেখতে দেখতে কখন যেন টিনটিনের
আডভেঞ্চারের ফ্যান হয়ে গেলাম।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment